📚 'চর্যাপদে'র প্রাপ্তিস্থান কোথায় ?

  • Author: Siam Al Mahmud
  • Published: 2 months ago
  • Category: বাংলা সাহিত্য (Bangla Literature)
Answer: ✨ নেপাল ✨


Explanation:

বিংশ শতাব্দীর প্রথম দিকে ১৯০৭ সালে ড. মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী(১৮৫৩-১৯৩১) নেপালের রাজগ্রন্থাগার থেকে একখানি প্রাচীন পুথি সংগ্রহ করে আনেন। এর প্রায় ১০ বছর পর ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' থেকে 'বৌদ্ধগান ও দোহা' নামে তাঁর পাওয়া পুথির বিষয়বস্তুকে তাঁর সম্পাদনায় প্রকাশ করেন। 'বৌদ্ধগান ও দোহা' নামে ঐ গ্রন্থটিতে ছিল দুই ধরনের অংশ। একটি ধর্মসম্বন্ধীয় বিধি নিষেধ বিষয়ক কিছু গান, অন্যগুলি দোহা। ধর্মসম্বন্ধীয় বিধিনিষেধগুলির নাম 'চর্যাচর্যবিনিশ্চয়'। এই 'চর্যাচর্যবিনিশ্চয়' থেকেই পরে 'চর্যাপদ' নামটি পাওয়া যায়।

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন

Trending Posts