⚖️ বর্ধিত তদন্ত বা অধিকতর তদন্ত কি?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 1 month ago
  • Category: ফৌজদারী কার্যবিধি

কোনো ধর্তব্য অপরাধের মামলার তদন্ত শেষে পুলিশ অফিসার ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারায় বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করে থাকে। এ পুলিশ রিপোর্ট দুই ধরণের হয়-

(১) অভিযোগপত্র বা চার্জসিট (CS), 

(২) ফাইনাল রিপোর্ট বা চুড়ান্ত রিপোর্ট (পিআরবি ২৭২ এবং ২৭৫ প্রবিধান)। 

 

ফৌজদারী কার্যবিধির ১৭০ ধারামতে অপরাধীর বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে তদন্তকারী পুলিশ অফিসার মামলাটির বিচারার্থে আমলী আদালতে ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারার বিধান অনুসারে সংশ্লিষ্ট আসামীর বিরুদ্ধে অভিযোগপত্র বা চার্জসিট (CS) দাখিল করে। অন্যদিকে তদন্ত শেষে ফৌজদারী কার্যবিধির ১৬৯ ধারা মোতাবেক অভিযুক্ত আসামীর বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া না গেলে পুলিশ অফিসার ফৌজদারী কার্যবিধির ১৭৩ ধারামতে ফাইনাল রিপোর্ট বা চুড়ান্ত রিপোর্ট দাখিল করে থাকে। 

 

          পুলিশ অফিসার কর্তৃক দাখিলকৃত উপর্যুক্ত পুলিশ রিপোর্ট প্রাপ্ত হয়ে আমলী আদালতের ম্যাজিষ্ট্রেট ফৌজদারী কার্যবিধির ১৯০ ধারার বিধানমতে অভিযোগপত্র দাখিলকৃত মামলাটি আমলে গ্রহণ করেন এবং সংস্লিষ্ট সকল কাগজপত্র পর্যালোচনা করে যৌক্তিক কারণে মামলাটিতে কিছু সুনির্দিষ্ট বিষয়ে বর্ধিত তদন্ত বা অধিকতর তদন্ত করার জন্য পুলিশের প্রতি আদেশ দিতে পারেন (ফৌজদার কার্যবিধির ১৭৩(৩খ), ৩১ ডিএলআর ৭০)। তাছাড়াও ফৌজদারী কার্যবিধির ১৫৮ ধারা মোতাবেক যে সকল মামলায় তদন্তকারী অফিসারের উর্ধ্বতন কর্মর্তার মাধ্যমে পুলিশ রিপোর্ট দাখিলের বিধান রয়েছে, সেক্ষেত্রে সেই উর্ধ্বতন কর্মকর্তা ম্যাজিষ্ট্রেটের আদেশ সাপেক্ষে থানার অফিসার ইনচার্জকে বর্ধিত বা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন (ফৌজদারী কার্যবিধির ১৭৩(২) ধারা। এভাবে পুলিশ রিপোর্ট দাখিল করার পর পূনরায় পুলিশ যে তদন্ত করে থাকে, তাই বর্ধিত তদন্ত বা অধিকতর তদন্ত। বর্ধিত তদন্ত বা অধিকতর তদন্ত শেষে অভিযোগপত্র বা চার্জসিট (CS) দাখিলকৃত মামলায় সম্পূরক অভিযোগপত্র বা চার্জসিট (CS) দাখিল করা যেতে পারে। তবে ফাইনাল রিপোর্ট বা চুড়ান্ত রিপোর্ট দাখিল করা যায় না। প্রতিবেদন দিয়ে কোর্টকে অবহিত করতে হয়। 

 

          অন্যদিকে পুলিশ অফিসার তদন্ত শেষে এজাহারভুক্ত বা সন্দিগ্ধ কোনো ব্যক্তির বিরুদ্ধে পর্যপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে আদালতে ফাইনাল রিপোর্ট বা চুড়ান্ত রিপোর্ট দাখিল করলে আদালত উহা অনুমোদন করতে পারেন অথবা মামলাটিতে কিছু সুনির্দিষ্ট বিষয়ে আরও তদন্ত করে সাক্ষ্য প্রমাণ সংগ্রহকল্পে বর্ধিত তদন্ত বা অধিকতর তদন্তের আদেশ দিতে পারেন। তাছাড়াও এ ধরণের ক্ষেত্রে থানার অফিসার ইনচার্জ বা মামলার তদন্তকারী অফিসার ফাইনাল রিপোর্ট বা চুড়ান্ত রিপোর্ট দাখিল করার পর যদি মামলা উদঘাটন হওয়ার মতো কোনো তথ্য বা ক্লু প্রাপ্ত হন, তবে ম্যাজিষ্ট্রেটের অনুমোদন সাপেক্ষে তদন্ত পূনরুজ্জীবিত করে বর্ধিত তদন্ত বা অধিকতর তদন্ত করতে পারেন। বর্ধিত তদন্ত বা অধিকতর তদন্ত শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সম্পূরক অভিযোগপত্র বা চার্জসিট (CS) অথবা সম্পূরক ফাইনাল রিপোর্ট বা চুড়ান্ত রিপোর্ট দাখিল হতে পারে (পিআরবি ২৭৭ প্রবিধান)। 
Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন