⚖️ পুলিশ হেফাজতে আসামীর মৃত্যু হলে করণীয় কি?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 6 days ago
  • Category: ফৌজদারী কার্যবিধি
ফৌজদারী কার্যবিধির ১৭৬(১) ধারার বিধান অনুসারে কোনো ব্যক্তি পুলিশের হেফাজতে থাকাকালে মারা গেলে সুরতহাল তদন্ত পরিচালনার ক্ষমতা সম্পন্ন নিকটতম ম্যাজিষ্ট্রেট অবশ্যই মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ অফিসার কর্তৃক তদন্ত ছাড়াও অথবা এরূপ তদন্তের অতিরিক্ত তদন্ত করবেন।  

 

পুলিশের করণীয়ঃ 

(১) পুলিশ হেফাজতে কোনো আসামী মারা গেলে থানার ডিউটিরত অফিসার সঙ্গে সঙ্গে বিষয়টি অফিসার ইনচার্জকে অবহিত করবেন এবং মৃত্যুজনিত সমস্ত ঘটনা সাধারণ ডায়রীতে লিপিবদ্ধ করবেন। অফিসার ইনচার্জ থানায় হাজির থাকলে বিষয়ট তাৎক্ষণিক পুলিশ সুপারকে সহ নিকটতম ম্যাজিষ্ট্রেটকে জানাবেন (পুলিশ আইনের ২৪ ধারা এবং পিআরবি ৩০২(খ) প্রবিধান)। অফিসার ইনচার্জ থানায় হাজির না থাকলে অন্য যে অফিসার থানার দায়িত্বে থাকবেন সেই উপরোক্ত কাজ করবেন।

(২) ফৌজদারী কার্যবিধির ১৭৪ ধারার বিধান অনুসারে থানার অফিসার ইনচার্জ একটি অপমৃত্যু মামলা রুজু করবেন এবং ম্যাজিষ্ট্রেট কর্তৃক তদন্ত ছাড়াও পুলিশ কর্তৃক তদন্তের ব্যবস্থা করবেন (পিআরবি ২৯৯ প্রবিধান)। পুলিশ অফিসার কর্তৃক তদন্ত করা হলেও ম্যাজিষ্ট্রেট অবশ্যই ঘটনা সম্পর্কে তদন্ত করবেন। 

(৩) যথাযথভাবে মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক যথানিয়মে লাশ মর্গে প্রেরণ করে ময়না তদন্ত রিপোর্ট সংগ্রহ করতে হবে এবং ময়না তদন্ত রিপোর্ট অনুসারে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে। 

 

লাশ কবর হতে উত্তোলনঃ 

ফৌজদারী কার্যবিধির ১৭৬(২) ধারার বিধান মোতাবেক ম্যাজিষ্ট্রেট কবর হতে লাশ উত্তোলন করাইয়া পরীক্ষা-নিরীক্ষা করাইতে পারেন। এক্ষেত্রে সুরতহাল রিপোর্টও ম্যাজিষ্ট্রেটকেই করতে হবে। এই কাজটি সাধারণত কোনো অভিযোগ বা আবেদনের প্রেক্ষিতে ম্যাজিষ্ট্রেট করে থাকেন। পুলিশ এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না (পিআরবি ৩০৩ প্রবিধান)
Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন