⚖️ মানহানি বলিতে কি বুঝায়?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 2 months ago
  • Category: বাংলাদেশ দন্ডবিধি
নাট্যকার সেক্সপিয়ার বলিয়াছেন যে, প্রতিটি মানুষের নিকট তাহার সুনামই হইল বড় ঐশ্বর্য। নিন্দাবাদ দ্বারা কাহারো সুনাম নষ্ট করা বা ক্ষুন্ন করাকেই মানহানি বলে। সুনাম হইল সম্পত্তি। তবে স্থাবর বা অস্থাবর সম্পত্তি নহে। বিদেহী বা ইনকরপোরিয়াল সম্পত্তি। সুনাম নামক সম্পত্তি অনুভব করা গেলেও ছোঁয়া যায় না। দেহী বা করপোরিয়াল সম্পত্তি যদি মূল্যবান হয়, তবে সুনাম অমূল্য সম্পদ। যে ব্যক্তির সুনাম নষ্ট হইয়া যায়, তিনি একেবারেই নিঃস্ব হইয়া পড়েন। এই সুনাম হইল কাহারো নামের, যশের তথা চরিত্রের সুনাম। চরিত্রের সুনাম নষ্ট করা মানহানি। 

 

নিম্নলিখিত উপায়ে মানহানি ঘটিতে পারেঃ 

 

(১) মৃত ব্যক্তিকে নিন্দা করাও মানহানি হইতে পারে, যদি নিন্দার ধরণ এমন হয় যে, মৃত ব্যক্তি জীবিত থাকিলে তাহার মানহানি হইতো এবং উহা দ্বারা পরিবারের সদস্য ও নিকট আত্মীয়ের অনুভুতি আঘাতপ্রাপ্ত হইত। 

 

(২) কোনো কোম্পানি বা সংঘ বা অনুরূপ ব্যক্তির সমাবেশ সম্পর্কে কোনো নিন্দা করা মানহানি হইতে পারে। 

 

(৩) বিকল্পরূপে বা বিদ্রূপাত্মকরূপে প্রকাশিত নিন্দাবাক্য মানহানি। 

 

(৪) যে নিন্দাবাদ কাহারো নৈতিক, খ্যাতি সম্পর্কিত গুণাবলি সম্পর্কে অন্য লোকের ধারণাকে অবনমিত করে, তাহা মানহানি। যাহাকে ঘৃণার উদ্রেক করে বা অসম্মানজনক বলিয়া বিবেচিত হয়। 

 

নিন্দাবাদ করা- 

(ক) কথার দ্বারা,

(খ) পাঠের জন্য অভিপ্রেত লেখার দ্বারা,

(গ) চিহ্নের দ্বারা, 

(ঘ) দৃশ্যমান ;কল্পিত মুর্তির দ্বারা,

(ঙ) কোনো ইঙ্গিত দ্বারা। 

 

নিম্নলিখিত ক্ষেত্রে মানহানি হয় না।

 

(১) জনসাধারণের মঙ্গলের জন্য প্রকাশিত কোনো সত্য নিন্দাবাদ।

 

(২) জনগণের প্রতি সরকারী কর্মচারীর আচরণ সম্পর্কে সরল বিশ্বাসে প্রকাশিত অভিমত। 

 

(৩) যে কোনো জনসমস্যা সম্বন্ধে কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে সরল বিশ্বাসে প্রকাশিত অভিমত। 

 

(৪) আদালতের কার্যবিবরণী রিপোর্ট প্রকাশ।

 

(৫) আদালতে সিদ্ধান্তকৃত মোকদ্দমার দোষ, গুণ বা সাক্ষীসমূহ ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিদের আচরণ সম্পর্কে সরল বিশ্বাসে প্রকাশিত অভিমত। 

 

(৬) গণ-অনুষ্ঠানের গুণাবলী সম্পর্কে অভিমত প্রকাশ। 

 

(৭_) অন্যকোনো ব্যক্তির প্রতি কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তি কর্তৃক সরল বিশ্বাসে ভর্তসনা। 

 

(৮) কর্তৃত্ব সম্পন্ন ব্যক্তির নিকট সরল বিশ্বাসে অভিযোগ করা। 

 

(৯) নিজের বা অন্যের স্বার্থরক্ষার্থে সরল বিশ্বাসে কোনো দোষারোপ করা।

 

(১0) জনকল্যাণার্থে সতর্কতামূলক ব্যবস্থা। 

 

এই ধরণের সংবাদ সংবাদপত্রে প্রকাশ করা হইলে প্রকাশকে দায়ী করা যাইবে না। 

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন