⚖️ পুলিশ কখন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন?

  • Author: MD Sirajul Islam, Inspector of Police
  • Published: 3 months ago
  • Category: ফৌজদারী কার্যবিধি
ফৌজদারী কার্যবিধি মোতাবেক-

১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধি আইনের ১২(১) ধারা মোতাবেক সহকারী পুলিশ সুপার বা তাহার উর্ধতন যে কোন পুলিশ অফিসার একজন বিষেশ ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব প্রাপ্ত হইয়া কার্যক্রম গ্রহন করিতে পারেন। পুলিশের উপর এই ক্ষমতা অর্পণের উদ্দেশ্য হইল 

(১) এলাকার শান্তিশৃংখলা রক্ষা করা।
(২) অপরাধ দমন করা।
(৩) অপরাধীকে অনুসন্ধান ও গ্রেপ্তার করিয়া ম্যাজিষ্ট্রেটের নিকট হাজির করা। 
তবে শুধু নির্বাহী ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। বিচারিক ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন না।

পুলিশ আইন মোতাবেক-

পুলিশের মহা পরিদর্শক (IGP) ১৮৬১ সালের পুলিশ আইনের ৫ ধারা মোতাবেক অপরাধ দমনের ক্ষেত্রে বাংলাদেশের সর্বত্র একজন পূর্ণ ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করিতে পারেন। তিনি অপরাধ দমন কল্পে এবং তদন্তের স্বার্থে অপরাধীর অন্বেশণ যতদুর সম্ভব ম্যজিষ্ট্রেটের অনুপস্থিতে সংশ্লিষ্ট অপরাধী বা অপরাধীদেরকে খুজিয়া বাহির করিবার জন্য তাহার এই ক্ষমতা প্রয়োগ করিতে পারিবেন। তাছাড়াও মহা পুলিশ পরিদর্শক (IGP) ১৮৬১ সালের পুলিশ আইনের ৫ ধারা মোতাবেক কনষ্টেবল পদের উচ্চতর কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত ও অনুসন্ধান চালাইবার সময় একজন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা ব্যবহার করিতে পারেন। 

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১১৩ ধারায় অপরাধীর জরিমানা  আদায় করা এবং ১১৭(২) ধারায় এই আইনের কতিপয় অপরাধ আপোষে মীমাংসা করিয়া দেওয়ার ক্ষেত্রে পুলিশ অফিসার একজন ম্যাজিষ্ট্রেটের ন্যায় ক্ষমতা প্রয়োগ করিয়া থাকেন। 

মেট্রোপলিটন পুলিশের কমিশনার গণও সংশ্লিষ্ট মেট্রোপলিটন অধ্যাদেশের কতিপয় ধারায় একজন ম্যাজিষ্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করিতে পারেন।

Google News Google News
Google News এ বিরাট বাজারের সকল পোস্ট পেতে ক্লিক করে ফিডটি ফলো করুন